DURGAPUR

দুর্গাপুর শহরে চালু এসি বাস পরিসেবা

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* রাখি বন্ধনের দিনে যাত্রা শুরু হলো এসবিএসটিসি বা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দুর্গাপুর শহরে এসি শীততাপনিয়ন্ত্রিত বাস পরিষেবা । দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই ধরনের দুটি ইলেকট্রিক এসি বাস দুর্গাপুর শহরে চালাবে। এর পাশাপাশি এদিন আরো ৫টি সিএনজি বাস দুর্গাপুর থেকে কলকাতা ও বিভিন্ন জেলার মধ্যে চালাবে এসবিএসটিসি। শনিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সামনে এক অনুষ্ঠান থেকে রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সবুজ পতাকা দেখিয়ে এই বাস পরিসেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় , দুর্গাপুরের মহকুমাশাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায় , এসবিএসটিসির এমডি সহ এসবিএসটিসির আধিকারিকরা।

অনুষ্ঠানে বাস উদ্বোধনের পাশাপাশি রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস পালনের মাধ্যমে সম্প্রতি ও সংহতির বার্তা দেওয়া হয়। দাবি করা হয়েছে, এবারের পুজোয় বাসযাত্রীদের বিশেষ আকর্ষণ হতে চলেছে পরিবেশ বান্ধব এসি বাস দুটি। যা শহরের কোনায় কোনায় পরিষেবা দেবে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুর্গাপুর শহরের সাধারণ মানুষদের কথা ভেবে এসবিএসটিসি এই বাস চালুর পরিকল্পনা নিয়েছে। আগামী দিনে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকেও বাস চালানোর ব্যাপারের চিন্তা ভাবনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *