শারদ উৎসবে ৫০ হাজার মহিলাকে বস্ত্র উপাহার বিধায়কের
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : শারদ উৎসব আসন্ন । রাস্তার দু’পাশে কাশফুল তার জানান দিচ্ছে । পুজো পুজো এই আবহে জনসংযোগ ও “বসন পরো মা” কর্মসূচি শুরু করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি জানান এবারের শারদ উৎসবে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার ৫০ হাজার মহিলাকে নতুন বস্ত্র উপহার দেবেন তিনি । মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার অঞ্চলে স্থানীয় কমিউনিটি হলে বস্ত্র বিতরণের “বসন পরো মা” কর্মসূচির সূচনা করেন বিধায়ক । এলাকার মহিলাদের দেওয়া হয় নতুন বস্ত্র ।













বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, চুমকি মুখোপাধ্যায়, তৃণমূলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, গৌরবাজার অঞ্চল সভাপতি উৎপল দত্ত, প্রধান হাসু দত্ত, উপপ্রধান হরেন্দ্রনাথ দত্ত, সৌগত লায়েক সহ অন্যরা ।এদিনের অনুষ্ঠানে গৌরবাজার পঞ্চায়েত এলাকার ১১ টি সংসদের ১৪ শো জন মহিলাকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় ।
বিধায়ক নরেন্দ্রনাথ বাবু বলেন বিধানসভা এলাকার পাণ্ডবেশ্বর ও গৌরবাজার ব্লকের মোট ১২ টি অঞ্চলে ৫০ হাজার মহিলাকে নতুন বস্ত্র দেওয়া হবে । মঙ্গলবার বস্ত্র বিতরণের “বসন পরো মা” কর্মসূচির সূচনা হলো । আগামী ১৪ দিন ধরে এই কর্মসূচি চলবে প্রতিদিন বিভিন্ন এলাকাতে বলে জানান তিনি ।

