পশ্চিম বর্ধমানে ডিজিটাইজেশন হলো সাড়ে ৪ লক্ষ ফর্ম, পরিদর্শনে মহকুমাশাসক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় : ১৫ দিনেরও বেশি সময় পার হয়ে গেছে রাজ্যে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হয়েছে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় ৯৯ শতাংশেরও বেশি ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে। এখন সেই ফর্ম কালেকশান বা সংগ্রহ করার কাজ করছেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় প্রায় সাড়ে ৪ লক্ষ ফর্ম কালেকশান করে তা ডিজিটাইজেশন করা হয়েছে।













এদিকে, এদিন আসানসোল উত্তর বিধানসভার ধ্রুপডাঙ্গা এলাকায় গিয়ে ইনুমেরেশন ফর্ম পূরণ এবং সংগ্রহ সম্পর্কে স্থানীয় মানুষদের সাথে মতবিনিময় করেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। সেই সময় এলাকার বিএলও এবং বুথ লেভেল এজেন্টরা সেখানে উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে, মহকুমাশাসক (সদর) বলেন, সাধারণ মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্ম জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রসঙ্গতঃ, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

