ASANSOL-BURNPUR

গুরু নানকের জন্মদিন উপলক্ষে শিখ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিতরণ করা হলো ফলমূল কাপড় কম্বল রোগীদের

 বেঙ্গল মিরর, আসানসোল: গুরু নানকের 550 তম জন্মদিন উপলক্ষে শিখ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিতরণ করা হলো, ফলমূল কাপড় কম্বল রোগীদের শনিবার দিন শিখ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালে সমস্ত রোগীদের ফলমূল বিতরণ করা হয় এবং শিশু বাচ্চাদের জামা মহিলাদের জন্য নয় এবং কম্বল বিতরণ করা হয়। সিখ ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার প্রেসিডেন্ট সুরজিত সিঙ্গ জানান আমরা শস্য কণা রোগীকে এই সেবা করেছি হেতে গুরু নানক সাহেব জি আমাদেরকে যা শিখিয়ে গিয়েছেন মানুষের সেবা তাই উনার জন্মদিন কে স্মরণ করেই মানুষের সেবার জন্য আজকে এই কার্যক্রম সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস এবং সংস্থার অন্যান্য পদাধিকারী।

Leave a Reply