Bengali News

২০ বছরে পা দিলো আসানসোল নর্থ পয়েন্ট স্কুল / স্বামী বিবেকানন্দর জন্মদিন পালনের মধ্যে দিয়ে শুরু হবে বছর ভরের অনুষ্ঠান

বেঙ্গল মিরর,আসানসোল, ১০ জানুয়ারিঃ নয়,  নয় করে ২০ বছর বয়স হয়ে গেলো আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের। আসানসোলের এসবি গরাই রোডের ছোট এক স্কুলে জনা কয়েক পড়ুয়া নিয়ে ২০০০ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিনে শুরু হয়েছিলো পথ চলা। আজ আসানসোলের সেই স্কুলের পাশাপাশি ২ নং জাতীয় সড়ক লাগোয়া জামুড়িয়ার চাঁদা মোড়ে আরো একটি স্কুল মিলিয়ে  মোট পড়ুয়ার সংখ্যা ২ হাজারেরও বেশি।

এছাড়াও রয়েছে একটি বিএড কলেজ। শুক্রবার দুপুরে আসানসোলের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন পার্বতী ইন্টারন্যাশানাল হোটেলে এক সাংবাদিক সম্মেলনে স্কুলের চেয়ারম্যান  শচীন রায় ও  স্কুলের প্রিন্সিপ্যাল রাজীব সাউ বলেন, ২০ বছর উপলক্ষে  সারাবছর ধরে গান, খেলা  সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা ও  অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে চাঁদার স্কুলে এক রক্তদান শিবিরের মাধ্যমে বছর ভর অনুষ্ঠানের সূচনা হবে। স্কুলের সিএসআর প্রকল্প থেকে   সমাজের বিভিন্ন স্তরে নানান সেবামূলক কাজ করারও একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা বলেন, এই স্কুলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া। পড়াশোনা করানোর পাশাপাশি, পড়ুয়ারা সবদিকেই পারদর্শী হতে পারে, তার  দিকেও  আমাদের বিশেষ নজর থাকে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন মিতা রায় ও গৌরব রায়।

Leave a Reply