ASANSOL-BURNPUR

মেয়র জিতেন্দ্র তেওয়ারি খবরের কাগজের হকারদের জন্যে ৩০০ মাস্ক প্রদান করলেন

বেঙ্গল মিরর, আসানসোল, ২৮ শে মার্চ ২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত: লক ডাউনের সময় খবরের কাগজের হকাররা যাতে সুরক্ষিত ভাবে বাড়ি বাড়ি গিয়ে কাগজ বিতরণ করতে পারেন সে কারণে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি খবরের কাগজের হকারদের জন্যে ৩০০ মাস্ক প্রদান করেন। আসানসোল করপোরেশনে হকারদের এবং এজেন্টদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি মেয়রের হাত থেকে ওই মাস্কগুলো গ্রহণ করেন। করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক অপরিহার্য বস্তু।

  করোনা সংক্রমনের আতঙ্কে শিল্পাঞ্চলের খবরের কাগজের হকাররা খবরের কাগজ বিতরণ বন্ধ করে দিয়েছিলেন। এরপরই মেয়র জিতেন্দ্র তেওয়ারি খবরের কাগজের হকার এবং এজেন্টদের নিয়ে একটি বৈঠকে বসেন এবং তাদের মাস্ক প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। তিনি হকারদের খবরের কাগজ বিতরণের জন্যে অনুরোধ করেন। এরই সঙ্গে মেয়র বার্তা দেন যে খবরের কাগজ সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং এর থেকে করোনা ভাইরাস সংক্রমন হয় না। আর ঠিক এর পরেই খবরের কাগজ বিতরন স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *