করোনা ভাইরাসের মোকাবিলা / প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে ১ লক্ষ টাকা দান রাষ্ট্রীয় জনাধিকার সুরক্ষা পার্টির সর্বভারতীয় সভাপতির
বেঙ্গল মিরর, কলকাতা, ৫ মেঃ করোনা ভাইরাসের মোকাবিলায় পিএম বা প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে ১ লক্ষ টাকা দান করলেন রাষ্ট্রীয় জনাধিকার সুরক্ষা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা দেব টিভির কর্ণধার দেবকুমার চট্টোপাধ্যায়। তিনি করোনা ভাইরাসের লড়াইয়ে সমাজের যারা ক্ষমতাবান মানুষ আছেন, তাদেরকে সহায়তা করতে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন।
যাতে আমরা সবাই একসঙ্গে মিলে করোনাকে হারাতে পারি। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করে বলেন, সবাই সরকারের নির্দেশ পালন করে, নিজেদের ঘরে থাকুন। লক ডাউন ভঙ্গ করবেন না। একমাত্র জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। নিয়মিত ভাবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। এর পাশাপাশি সমাজের গরীব ও অসহায় মানুষদের সাহায্য করুন। দেবকুমার চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত ১২ হাজারেরও বেশি গরীব মানুষদের কাছে রেশন পৌঁছে দিয়েছেন।