আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল সংবাদপত্র বিক্রেতা এ্যাসোসিয়েশনের পুর্নগঠন
বেঙ্গল মিরর, আসানসোলঃরাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল সংবাদপত্র বিক্রেতা এ্যাসোসিয়েশনের কমিটি পুর্নগঠন করা হলো। কমিটির নতুন সভাপতি করা হয়েছে কল্যান দাসগুপ্তকে। শনিবার পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি এ্যাসোসিয়েশনের সভাপতি কল্যান দাসগুপ্ত ও সম্পাদক প্রদীপ সিংয়ের সঙ্গে বৈঠক করেন।
তারা জেলা সভাপতির কাছে নতুন কমিটির নাম জমা দেন। সেই কমিটি আইএনটিটিইউসি রাজ্য সভানেত্রী দোলা সেনের কাছে পাঠানো হবে। নতুন কমিটিতে কিষুন মিশ্র, কৃষ্ণা সিং, অভয় সিংকে সহ সভাপতি, লক্ষণ সাউ ও সোমনাথ সেনকে সহ সম্পাদক, সিন্টু দাসে কোষাধক্ষ্য প্রতীক মাজি, অসিত রায় ও প্রেমলাল উপাধ্যায়কে সাংগঠনিক সম্পাদক, মহাদেব বন্দোপাধ্যায়, গঙ্গা রজক ও মিথিলেশ তেওয়ারিকে কার্যকরী সদস্য করা হয়েছে।