Bengali News

বাংলার যুব শক্তি অভিযান নিয়ে পশ্চিম বর্ধমান জেলা স্তরের বৈঠক আসানসোলে

আসানসোল ১৭ ই জুন ২০২০, বেঙ্গল মিররःযুব তৃনমুল কংগ্রেসের বাংলার যুব শক্তি অভিযান নিয়ে বুধবার বিকালে আসানসোলের অগ্নিকন্যা ভবনে পশ্চিম বর্ধমান জেলা স্তরের এক বৈঠক হয়। জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি এই প্রসঙ্গে বলেন, আমরা কি ধরনের কাজ করছি, তার সমীক্ষা করার কোন ব্যবস্থা ছিলোনা। যে ভালো কাজ করছে বা যে বসে আছে, সবাই রাজনৈতিক মঞ্চে এক জায়গায় চলে আসছিলো। বাংলার যুব শক্তির মাধ্যমে আপনার ভেতরে যুবদের প্রভাবিত করার কি ক্ষমতা আছে, তার পরীক্ষা হয়ে যাবে৷ আপনি যে ৫০ জন যুবর সঙ্গে জুড়বেন, তারা সমাজের জন্য কি ভাবছে, তার উপর আপনার ভাগ্য নির্ভর করবে।

তিনি আরো বলেন, দলের কাছে ভালো লোকের পরীক্ষা করার কোন উপায় ছিলোনা। কিন্তু, এবার আর কেউ কোন গাফিলতি করতে পারবেনা। সত্যি যারা ভালো কাজ করছে, তাদের এগিয়ে আসার এটা একটা সূবর্ণ সুযোগ। অধিকাংশরাই বলেন, ভালো কাজ করতে চাই। কিন্তু মঞ্চে জায়গা পাওয়া যায় না। এবার সেই অভিযোগ আর হবেনা। কোন বাধাও আর থাকবে না। আপনার ভালো কাজের মূল্যায়ন এবার সরাসরি অভিষেক বন্দোপাধ্যায় আপনাদের ও আমার ভূমিকা তৈরী করবে। যে সমাজের জন্য কিছু করতে চায়, সে এটার লাভ পাবেন৷ অতীতে এই সুযোগ আমাদের ছিলোনা। তারজন্য এর সুযোগ নিয়ে নিজের প্রতিভা বিকশিত করুন। আপনারা যে ৫০ জনের সঙ্গে যুক্ত হবেন, তাতে দলের পাশাপাশি সমাজ ও রাজ্যের ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *