PANDESWAR-ANDAL

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ত্রিপল ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, লাউদোহা, কল্যাণ মন্ডল ঃ- টানা বৃষ্টিপাতের কারণে জেমুয়া পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাসিন্দাদের একাংশ ঘরবাড়ি । শনিবার দুর্গত এলাকায় গিয়ে তাদের ত্রিপল সহ ত্রাণ সামগ্রী তুলে দিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
নিম্নচাপের কারণে রাজ্য জুড়ে চলছে টানা বৃষ্টিপাত । অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন । বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা । ব্যতিক্রম নয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রাম ও । জল জমে রয়েছে গ্রামের অধিকাংশ রাস্তা, মাঠ- ঘাটে । ভারী বৃষ্টির বেশি প্রভাব পড়েছে গ্রামের বাগদী পাড়া ও ডাঙ্গাল পারায় । ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি পাড়ার একাধিক কাঁচা বাড়ি । বিভিন্ন জায়গায় জল জমে থাকায় বাড়ির বাইরে ও প্রয়োজনীয় কাজে বের হতে পারছেন না বাসিন্দারা । বাসিন্দাদের দুর অবস্থার খবর পেয়ে শনিবার ত্রিপল ও ত্রাণ নিয়ে এলাকায় যান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । সাথে ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা । জল জমে থাকা দুর্গত এলাকা গুলি ঘুরে দেখেন বিধায়ক । এলাকার কাঁচা বাড়িগুলির অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি । সেই সাথে কথা বলেন সমস্যায় পড়া মানুষজনের সাথে । বাগদী পাড়া ও ডাঙ্গাল পাড়ায় যে সকল কাঁচা বাড়ি গুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম নব্বইটি পরিবারকে তিনি একটি করে ত্রিপল দেন । সেইসাথে চাল, ডাল আলু সামগ্রী ও তাদের হাতে তুলে দেন বিধায়ক । বিধায়ক নরেন্দ্রনাথ বাবু জানান যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে বাড়ি তৈরীর জন্য সরকারি সাহায্য পান সেই বিষয়ে তিনি উদ্যোগী হবেন বলে আশ্বাস দেন । ত্রিপল পেয়ে খুশি বাসিন্দারা তারা কৃতজ্ঞতা জানান বিধায়ক কে ।

ত্রাণ সামগ্রী দিচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী

Leave a Reply