ASANSOL-BURNPUR

করোনা আক্রান্ত হয়ে বার্ণপুরে প্রথম এবং পশ্চিম বর্ধমানে চতুর্থ মৃত্যু

বেঙ্গল মিরর,১ জুলাই,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত, বার্ণপুর (পশ্চিম বর্ধমান) : 
পশ্চিম বর্ধমানের আসানসোলে করোনা ভাইরাসে চতুর্থ মৃত্যু। ইস্পাত নগরী বার্ণপুরে এটি প্রথম মৃত্যু। 53 বছর বয়সী বার্ণপুরের বাসিন্দা ওই ব্যক্তির আসানসোল জেলা হাসপাতালে মৃত্যু হয়। জ্বর এবং শ্বাসকষ্টজনিত অসুবিধার কারণে ওই ব্যক্তিকে দুদিন আগেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয়। ওই ব্যক্তি কোভিড-১৯ পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

ঘটনা প্রকাশ্যে আসার কোন বার্ণপুরের রামবাঁধ সমেত আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যক্তির পরিবারের সদস্যদের পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এর থেকে ওই এলাকার এবং ওই ব্যক্তির বাড়ি স্যানিটাইজেশন করা হবে।

Leave a Reply