হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি লকেট চ্যাটার্জির করোনা সংক্রমণ
বেঙ্গল মিরর,৩ রা জুলাই,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত:
পশ্চিমবঙ্গে ফের আরেকবার রাজনৈতিক ব্যাক্তিত্বের করোনা সংক্রমনের খবর পাওয়া গেল। হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি করোনা সংক্রমিত হয়েছেন এরকমই খবর তিনি নিজেই টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। সাংসদ নিজেই শুক্রবার টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহ ধরে তিনি সেল্ফ কোয়ারান্টাইনে ছিলেন।
উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের করোনার কারণে মৃত্যু হয়।
এর কিছুদিন আগে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস করণা সংক্রমিত হন এবং পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।