Bengali NewsWest Bengal

রোড সেেফটি ওর্গনাইজেশনের দু দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির

advt.

বেঙ্গল মিরর, কোলকাতা: নতুন উদ্দমে শুরু হলো রোড সেেফটি ওর্গনাইজেশনের দু দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির /সংগঠন এর চেয়ারম্যান শ্রী বিনয় মালিকের উপস্থিততে সতেরো জন সদস্য এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন / সম্পূর্ণ আধুনিক প্রদ্ধতিতে কি ভাবে জাতীয় সড়ক গুলো তে কোনো দুর্ঘটনা ঘটলে, উদ্ধারকার্য চালানো যায় সেই বিষয়ে এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেয়া হয় / উপস্থিত ছিলেন শ্রী আলিমুদ্দিন নাজির, শ্রী সুমন্ত কুমার জানা, শ্রী সুমন পাল ও শ্রী শান্তুনু সাঁতরা / এই প্রসঙ্গে চেয়ারম্যান শ্রী বিনয় কুমার মালিক বলেন এটা সংগঠন এর নিয়মিত প্রোগ্রাম, প্রতি মাসেই দু -তিন বার করে এই প্রশিক্ষণ চলবে।

Leave a Reply