আসানসোল পৌরনিগমের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন

বেঙ্গল মিরর, আসানসোল, বিজু মন্ডল: আসানসোল পৌরনিগমের উদ্যোগে পালিত হল অরণ্য সপ্তাহ। এদিন আসানসোল পৌরনিগমেই এই অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ প্রমুখেরা। এদিন প্রায় 200 চারা গাছ বিতরণ করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের উদ্যোগে সবুজায়নের লক্ষে অরণ্য সপ্তাহ শুরু করা হয়েছে। সেই মতো এদিন আসানসোল পৌরনিগমে অরণ্য সপ্তাহ পালন করা হয়। আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানিয়েছেন সবুজায়নের লক্ষে অরণ্য সপ্তাহে উৎযাপন করা হয়েছে। গাছের চারা বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান করা হয়েছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে গাছ পালা ভেঙে পড়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করছেন সবুজায়ন গড়ে তোলার। এদিন বহু মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে মানুষ যত গাছ চাইবে তা দেওয়া হবে। আগামী 21 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহে উৎযাপনের মধ্যে দিয়ে চারা বিতরণ করা হবে। উপস্থিত ছিলেন ওএস বিরেন অধিকারী, কল্লোল, তাপস কর্মকার, সাগর শর্মা, প্রদীপ সরকার প্রমুখ।

riju advt