ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19DURGAPURKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIAWest Bengal

বার্নপুর রোডে অবস্থিত প্যাথলজি ল্যাবে করোনা পজিটিভ পাওয়ার পর ল্যাব সিল; পশ্চিম বর্ধমান জেলায় রেকর্ড ৩১ পজিটিভ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিম বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় রেকর্ড ৩১ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেল। আর এই খবর প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রানীগঞ্জে ১৩ জন করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে।
বার্নপুর রোডের এক নামী প্যাথলজি ল্যাবের কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ওই ল্যাব সিল করে দেওয়া হয়।
দুর্গাপুর পাণ্ডবেশ্বর লাউদোহা অন্ডাল এইসব জায়গাতেও করোনা সংক্রমিত রোগের সন্ধান পাওয়া যায়।
জেলায় মোট ২৯২ জন সংক্রমিত ব্যক্তির মধ্যে এখনো পর্যন্ত ১২৭ জন একটিভ।
আর এদিকে রানীগঞ্জের মোট করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা
৪২ পৌঁছে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *