বলরাম সিং এর খুনের মামলায় ৩জনকে গ্রেপ্তার করলো চিত্তরঞ্জন থানার পুলিশ
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি ,চিত্তরঞ্জন : বৃহস্পতিবার বিকেলে চিত্তরঞ্জন শহরে দিন দুপুরে এক তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলরাম সিং কে চিত্তরঞ্জন জিএসডি গেটের সামনে গুলি মেরে হত্যা করা হয়।
মৃত বলরাম সিং চিত্তরঞ্জন রেল কারখানায় ওয়াকসেন মালের ব্যাবসা করতে,তার বাবা ওমপ্রকাশ সিং চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রাক্তন কর্মী ছিলেন,মৃত বলরাম সিং তার পরিবারের সঙ্গে চিত্তরঞ্জন থাকতেন,৬মাস আগে সে আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালবহাল এ নিজস্ব বাড়ি করেন।মৃত বলরাম সিং এর স্ত্রী কিরণ দেবী এই ঘটনার জেরে ভেঙে পড়েন,মৃত বলরাম সিং এর দুই সন্তান রয়েছে।মানুষ হিসেবে বলরাম সিং খুব ভালো ছিলেন এলাকায়,পরিবারের সঙ্গে থাকতে ভালো বাসতেন,একবছর আগে বলরাম সিং তার বাবাকে লিভার দান করে ছিলেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/07/CRJ-300x165.jpg)
খবর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মৃত বলরাম সিং তার কর্মচারীদের বেতন দিয়ে প্রায় বিকেল ৫.৪৫ নাগাদ বাড়ি যাওয়ার জন্য জেএসডি গেটের সামনে হয়ে বার হয়ে যাচ্ছিলেন,সেই সময় এক ব্যাক্তি কালো রঙের পালসার গাড়িতে এসে বলরাম সিং কে দাঁড় করান এবং জঙ্গলে লুকিয়ে থাকা দুই ব্যক্তি বার হয়ে বুকে ও মাথায় গুলি চালায় এবং এক রাউন্ড গুলি হওয়ায় চালায় তারপর তিন জন ওই গাড়িতে চেপে পালিয়ে যান,তারপর চিত্তরঞ্জন রেল প্রশাসন চিত্তরঞ্জন রেল শহরকে লক করেদেন।
সূত্র অনুসারে জানা যায় এই হত্যা কাণ্ডে বৃহস্পতিবার রাতে চিত্তরঞ্জন থানার পুলিশ চিত্তরঞ্জনের বাসিন্দা অজয় মণ্ডল(গাঙ্গু),রাহুল সিং ও মুকেশ বাল্মীকি নামে ৩ জনকে আটক করেন,এর মধ্যে অজয় মণ্ডল চিত্তরঞ্জন রেল কারখানায় ওয়াকসেন কাজ করেন এবং মুকেশ বাল্মীকি অজয় মণ্ডলের কর্মী কিন্তু রাহুল সিং নামক ব্যাক্তিটি চিত্তরঞ্জন রেল কারখানায় কর্মী।
পুলিশের অনুমান ব্যাবসা ক্ষেত্রে বলরাম সিং কে হত্যা করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ করার
পর এই তিনজনকে চিত্তরঞ্জন থানার পুলিশ আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
চিত্তরঞ্জন পুলিশের তরফে ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছে।