ASANSOLBengali NewsCOVID 19West Bengal

লক ডাউন অমান্য করায় আসানসোল ও দূর্গাপুরে গ্রেফতার ২৪২

বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৩ জুলাইঃ লক ডাউন ভেঙ্গে রাস্তায় বেরোনোয় বৃহস্পতিবার আসানসোল ও দূর্গাপুরে বিভিন্ন থানার পুলিশ ২৪২ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ কমিশনার সুকেশ জৈনের নির্দেশে এই খবর জানান আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) সায়ক দাস। তিনি বলেন, এদিন সকাল থেকেই পুলিশ রাস্তায় রাস্তায় মোতায়েন ছিলো।
এদিন সকাল থেকেই আসানসোল শহর সহ বার্ণপুর, চিত্তরঞ্জন, কুলটি, বরাকর, রানিগঞ্জ ও জামুড়িয়ায় পুলিশ লক ডাউন কার্যকর করতে রাস্তায় নামে। শিল্পাঞ্চলের সব জায়গায় রাস্তাঘাট বলতে গেলে একবারে শুনশান ছিলো। কোথাও কোন গাড়ি চলেনি। ব্যক্তিগত ভাবে কেউ দুচাকা বা চারচাকা গাড়ি নিয়ে বেরোনোয় পুলিশ আটকে জিজ্ঞাসাবাদ করে। বিনা প্রয়োজনে বেরোনো লোকেদের গ্রেফতার করা হয়। আসানসোলের বড় বাজার সহ কোন বাজার ও পাড়ায় পাড়ায় দোকান বন্ধ ছিলো।


Leave a Reply