Bengali NewsRANIGANJ-JAMURIA

অবৈধ খাদান ভরাটের অভিযান

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ: বৃহস্পতিবার এজেন্ট কার্যালয়ে বিক্ষোভের পর এবার খনি কর্তৃপক্ষ নড়েচড়ে বসল । শুক্রবার সকাল থেকেই রানীগঞ্জের বাঁশড়া এলাকার অবৈধ খনি ভাড়াটে তৎপর হলো ইসিএল কর্তৃপক্ষের সাথে পুলিশ প্রশাসন ।


রানীগঞ্জের কুনুস্তোড়িয়া এরিয়ার বাঁশড়া কোলিয়ারির এজেন্ট কার্যালয়ে, বৃহস্পতিবার বাঁশড়া গ্রাম এলাকায় বেশ কিছু অবৈধ খনি গজিয়ে উঠেছে এই অভিযোগ তুলে গ্রামবাসীরা এজেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। বৃহস্পতিবার এর এই বিক্ষোভের পর শুক্রবার অবৈধ খাদান ভরাটের অভিযানে নামল খনি কর্তৃপক্ষ। এদিন ইসিএল নিরাপত্তা রক্ষী, সিআইএসএফ ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাঁশড়া গ্রামের শেষপ্রান্তে গজিয়ে ওঠা অবৈধ খনি ভাড়াটে তৎপর হয় খনি কর্তৃপক্ষ। একদিন দুটি মাটিকাটা মেশিনের সাহায্যে ওই এলাকায় গজিয়ে ওঠা প্রায় 22 টি অবৈধ খনি মুখ ভরাট করতে তৎপর হয় তারা। উল্লেখ্য এই অংশে অবৈধ খনি গড়ে ওঠার জেরে, স্থানীয় এলাকার বাড়িঘরে ফাটল হচ্ছিল বলে দাবি করেছে গ্রামীণেরা, তাছাড়াও তাদের দাবি বহিরাগত বহু মানুষজন তাদের এলাকায় এসে অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল, একইভাবে তারা অভিযোগ করেন এই এলাকাটি খনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন থাকার পরও বারংবার কর্তৃপক্ষকে এই সকল খনি বন্ধের জন্য দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তা শোনেননি। তাই তারা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমেই তাদের ক্ষোভ উগরে দেন। এদিনের এই বিশেষ অভিযানে ইসিএলের আধিকারিকরা হাজির হয়ে জানান এর জেরে বৈধ কয়লা খনি ও অসুবিধায় পড়তে পারতো। কারণ স্বরূপ তিনি জানান অবৈধ খনি গুলি কিভাবে কাটা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। সামনেই ইসিএলের বাঁশড়া ভূগর্ভস্থ খনি রয়েছে যা এই অবৈধ কয়লা কাটার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই অনুমান করেছেন খনি আধিকারিকেরা। খনি কর্তৃপক্ষ জানিয়েছেন আগামীতে ধরনের অভিযান চালিয়ে যাবেন তারা।

Leave a Reply