BARABANI-SALANPUR-CHITTARANJAN

মৃত বলরাম সিং এর পরিবারের সাথে দেখা করলেন বারাবনি বিধায়ক

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি সালানপুর :-তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলরাম সিং কে ১৭জুলাই চিত্তরঞ্জন রেল কারখানার জে.এস.ডি গেটের সামনে দিন দুপুরে গুলি করে হত্যা করা হয়েছিল।
পুলিশের অনুমান মৃত বলরাম সিং চিত্তরঞ্জন রেল কারখানায় স্ক্রাপের ওয়াকশেনের ব্যাবসা করতেন,এই ব্যাবসার কারনে তাকে গুলি করে হত্যা করার কথা উঠে এসেছে।
এই ঘটনার জেরে চিত্তরঞ্জন পুলিশ তিন জনকে গ্রেপ্তারও করেছে,পুলিশের অনুমান এই ঘটনার পিছনে আরো অনেক মাথা রয়েছে,তাই প্রশাসন জোর
কদমে তদন্ত শুরু করেছে।


শুক্রবার সকালে মৃত বলরাম সিং এর বাড়িতে গিয়ে বলরাম সিং এর পরিবারের সাথে সাক্ষাৎ করে তার পরিবারকে আশ্বাস দেন তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে সর্বদায়,এই ঘটনায় যারা দোষী তারা যেই হোক না কেনো তাদের শাস্তি হবে।কারন মানুষ হিসাবে বলরাম সিং খুব ভালো আর আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।
বিধায়কের সঙ্গে মৃত বলরাম সিং এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।

Leave a Reply