ASANSOLBengali NewsCOVID 19West Bengal

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর করোনা আক্রান্ত

বেঙ্গল মিরর, আসানসোল, সেনগুপ্ত:
এবার করোনা অথবা বসালো আসানসোল ইঞ্জিয়ারিং কলেজের এক মহিলা প্রফেসর এর উপর। খবর প্রকাশের পরই কলেজের শিক্ষক এবং অন্যান্য কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্র অনুযায়ী খবর ওই মহিলা প্রফেসর ইলেকট্রনিক্ ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেন।বলা হচ্ছে গত ১০ দিন ধরে তিনি কলেজে আসছেন না এবং আজ তার করোনা আক্রান্ত হবার খবর প্রকাশ্যে আসার পর কলেজে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply