Bengali NewsWest Bengalराजनीति

চলে গেলেন বঙ্গ রাজনীতির “ছোড়দা”/ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রয়াত/ অবসান হলো একটি যুগের

বেঙ্গল মিরর, কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ চলে গেলেন বঙ্গ রাজনীতির “ছোড়দা”। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৭৮ বছর ।
গতকাল রাত ১টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

গত দুই সপ্তাহ ধরে কিডনির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন থাকার সময় প্রথম কয়েকদিন ভালো থাকলেও গত কয়েকদিনে পরিস্থিতির বেশ অবনতি হয় ।
গত কয়েকদিন ডায়ালিসিস চলছিল নিয়মিত । গতকাল প্লাজ়মা দেওয়া হয় তাকে। বিকেলে হাসপাতালের ওয়ার্ডে কিছুক্ষণ হাঁটাচলাও করেন । আত্মীয়দের সঙ্গে কথা বলেন ৷ রাতে স্বাভাবিক খাবার খান । কিন্তু, এরপরই অসুস্থ হয়ে পড়েন ৷ গভীর রাতে তাঁর মৃত্যু হয় ৷ক্রিয়েটিনিনের সমস্যা থাকায় 18 জুলাই হাসপাতালে ভরতি করা হয় সোমেন মিত্রকে ৷

‌নতুন করে তার পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১৯৯২ সালে তার শরীরে পেসমেকার বসানো হয়েছিল । গত কয়েকদিনে পরপর তার শরীরে ডায়ালিসিসের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । চিকিৎসকরা বলেছিলেন তার কিডনির অবস্থা ভালো নয় গত ৪৮ ঘণ্টা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাঁর কোরোনা পরীক্ষাও হয় । তবে, রিপোর্ট নেগেটিভ আসে।

আজ শেষকৃত্য সম্পন্ন হবে সোমেন মিত্রের ৷
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে :
সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বিধান ভবনে।
দুপুর ১২টা পর্যন্ত বিধান ভবনে শায়িত থাকবে দেহ শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে।
সাড়ে ১২ টায় দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়।

এরপর বিধানসভা থেকে বাসভবন ৩ নম্বর লোয়ার রডন স্ট্রিট।
সেখান থেকে আদি বাড়ি ৪৫ নম্বর আমহার্স্ট স্ট্রিট।

এরপর নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সোমেন মিত্রের প্রয়ানে একটা যুগের অবসান হলো এটা বলাই যায় উদ্ভূত পরিস্থিতিতে সারা পশ্চিমবঙ্গ শোকস্তব্ধ।

Leave a Reply