ASANSOL

কল্যাণপুর স্যাটেলাইট টাউনসিপ এলাকায় পরিদর্শনে এলেন তাপস ব্যানার্জি

বেঙ্গল মিরর, আসানসোল 30 শে জুলাই:
এলাকায় উন্নয়ন করতে হবে করাও হচ্ছে ।তবে এই লকডাউনে উন্নয়নের কাজ যেগুলো থমকে গিয়েছিল সেগুলো আবার আস্তে আস্তে সতেজ করার লক্ষ্যে বিধায়ক তথা আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস ব্যানার্জি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে দেখলেন কাজের গতি প্রকৃতি। এদিন তিনি আসানসোল উত্তর বিধানসভা এলাকার কল্যাণপুর স্যাটেলাইট টাউনসিপ এলাকায় যে পার্ক গুলি হচ্ছে সেগুলো পরিদর্শন করলেন। কাজের গতি যেন আরো বৃদ্ধি পায় তার জন্য নির্দেশ দিলেন তার দপ্তরের আধিকারিকদের । কাজের সমস্ত রকম ব্যবস্থা দেখে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা কিন্তু খুবই উৎফুল্ল ।পার্ক গুলো শেষ হলে এলাকার বাসিন্দারা ব্যবহার করতে পারবেন খুবই তাড়াতাড়ি, সেই আশ্বাস দিলেন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply