ASANSOLBengali Newsराजनीतिसाहित्य

আসানসোল পুরনিগমের উদ্যোগে ২২ শে শ্রাবণ পালন, কবি মূর্তিতে মাল্যদান

বেঙ্গল মিরর, আসানসোল, ৭ আগষ্টঃ আসানসোল পুরনিগমের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবসে ২২ শে শ্রাবণ পালন মধ্যে দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এদিন আসানসোল রবীন্দ্র ভবনের সামনে বিএনআরে শ্রদ্ধাঞ্জলী পার্কে কবি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ অভিজিৎ ঘটক ও লক্ষণ ঠাকুর, কাউন্সিলার ববিতা দাস,বাবন ওরফে দেবাশীষ বন্দোপাধ্যায়, ভরত দাস, শ্রাবণী মন্ডল, পুরনিগমের ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা৷ উষাগ্রামেও এদিন কবি মূর্তিতে মাল্যদানের অনুষ্ঠান করা হয়।
করোনা ভাইরাসের কারণে এদিন কোন আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নি।

Leave a Reply