ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANराजनीति

মল্লাডি ময়রাপাড়া ও কল্যা আদিবাসী গ্রামে পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর : সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মল্লাডি ময়রাপাড়া ও কল্যা আদিবাসী
গ্রামে পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
নিজে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন তাদের আশ্বাস দিলেন তাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করবেন।
মূলত এই গ্রামের মানুষের চাহিদা যা উঠে এসেছে,তা হলো বাড়ি এবং বৃদ্ধা পেনসেনের।
গ্রামের খুবই গরীব এমন ৪জন বৃদ্ধাকে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে তাদের মাসিক কিছু আর্থিক সহায়তা করা হবে, তাছাড়া বাকিদের জন্য সরকারি ভাবে তিনি ব্যাবস্থা করবেন, তাছাড়া যেসব ব্যাক্তির বাড়ির চাহিদা ছিলো তাদের বিধায়ক প্রতিশ্রুতি দেন খুব দ্রুত তাদের বাড়ি চলে আসবে কারন গ্রামে যেসব ব্যাক্তির বাড়ি হয়নি তাদের প্রত্যেকের পঞ্চায়েতের দ্বারা জিও ট্যাগের মাধ্যমে নাম পাঠানো হয়েছে।
তাছাড়া যেহেতু ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস তারই পরিপ্রেক্ষিতে তিনি কল্যা আদিবাসী গ্রামের আদিবাসী মানুষদের সাথে দেখা করেন তাদের সমস্ত অভিযোগ তিনি শুনেন এবং তাদেরও আশ্বাস দেন তিনি এবং রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদায় তাদের পাশে রয়েছেন।
বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,কল্লা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত পাতর সহ আরো অনেকে।

Leave a Reply