ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsWest Bengal

দেড় কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, বারাবনি:-বারাবনি ব্লকের পানুড়িয়া মুচিপাড়া থেকে হাটতলা হয়ে বাঁনধাওড়া পর্যন্ত দেড় কিলো
মিটার রাস্তার নির্মাণের শুভ উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায় ও জেলা পরিষদের সদস্য অসিত সিংহ।
জেলা পরিষদের তহবিল থেকে প্রায় ২৪ লক্ষ টাকার বিনিময়ে কিছুটা পিচ ও কিছুটা ঢালাই রাস্তাটি নির্মাণ করা হবে।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক জানান মানুষের চাহিদা ছিলো এই রাস্তার,তাই মানুষের সুবিধার্থে এই রাস্তাটি জেলা পরিষদ ফান্ড থেকে নির্মাণ করা হলো।
এর সাথে পানুড়িয়া জলটাঙ্কি
সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয়ে নির্মাণের শুভ উদ্বোধন করা হলো।

Leave a Reply