ASANSOL

হারবে করোনা জিতবো আমরা : করোনা কে হারিয়ে এসআই অরুণাভ ভট্টাচার্য কাজে যোগ দিলেন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: করোনা কে হারিয়ে এসআই অরুণাভ ভট্টাচার্য কাজে যোগ দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আসানসোল দক্ষিণ থানার এক এস আই সহ মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১৪ দিন আগে। সেই সময় এসআইকে হোম কোয়ারেন্টাইন সহ বাকিদের দুর্গাপুরের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। তাদের মধ্যে এস আই সহ বেশ কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার আসানসোল দক্ষিণ থানার এস আই অরুণাভ ভট্টাচার্যি পুনরায় করোনা যোদ্ধা হিসাবে নিজের কাজে যোগ দিয়ে সমাজকে অভয় বার্তার সাথে সচেতন বার্তাও পাঠালেন। তাকে থাা

Leave a Reply