KULTI-BARAKAR

নিষিদ্ধপল্লীতে পালিত হল স্বাধীনতা দিবস । কচিকাঁচারা পেল আনন্দ।

বেঙ্গল মিরর, নিয়ামতপুর, 15 ই আগস্ট :-
সারা বাংলার মত আসানসোলের সীতারামপুরের যৌনপল্লীতে দিশা জনকল্যাণ কেন্দ্রের ছাত্রছাত্রীরাও স্বাধীনতার পতাকা উত্তোলন করেন ৷ এদিন প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে এবং সামাজিক দূরত্ববিধি মেনে স্বাধীনতা দিবস পালন করল ক্ষুদে ক্ষুদে পড়ুয়ারা ৷
অনুষ্ঠানে প্রতিটি পড়ুয়াকে মাস্ক এবং স্যানিটাইজার দেন কুলটির প্রখ্যাত সমাজসেবী এবং চিকিৎসক ড: নন্দ কুমার ব্যানার্জী ৷ শুধু তাই নয়, আমেরিকায় প্রবাসী ভারতীয় প্রদীপ মুখার্জীর অর্থে প্রত্যেককে একটি করে বড় মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় ৷ সবশেষে অন্যান্য দিনের মত এদিনও মধ্যাহ্নভোজনের আয়োজন ছিল ৷ তবে শুধু ছাত্রছাত্রীরাই নয়, অভিভাবকদের জন্যেও আজ ভরপেট মাংস-ভাত এবং আনারসের চাটনির ব্যবস্থা ছিল ৷
অনুষ্ঠানের অতিথি ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র জানান, সমাজে প্রান্তিক স্তরের এইসব বাচ্চাদের সংগে স্বাধীনতা দিবস পালন করতে পেরে গর্বিত ৷ তিনি আরও বলেন, শ্রীরামপুরের শিক্ষিকা এবং সাহিত্যিক সুতপা দত্ত দাশগুপ্ত, আসানসোলের উদয় দে, স্বাতী ভট্টাচার্য, এবং পিকলু যশ আজকের এই আহারের ব্যয় বহন করেছেন ৷ দিশার কর্মকর্তা দেবু অধিকারী জানান, এইদিন অন্তত ২০০ জন ছাত্রছাত্রী এবং তাদের মায়েরা দুপুরের খাবার খেয়েছেন ৷
দিশার আরও এক কর্মকতা রজনী দাশ বলেন, করোনার আবহের মধ্যেও বাচ্চা এবং তাদের অভিভাবকদের স্বাধীনতা দিবসের জন্য এই রকম উৎসাহ দৃষ্টান্তমূলক ৷ আসানসোলের অ আ ক খ ক্লাবের সেক্রেটারী প্রসেনজিৎ দাস সহ অন্যান্য সদস্যরা বিনা পারিশ্রমিকে রান্নার আয়োজন করে দেন ৷

Leave a Reply