ASANSOL

এক বিশাল জাতীয় পতাকা নিয়ে রেলপারে মিছিল করল বিজেপি

বেঙ্গল মিরর, আসানসোল 15ই আগস্ট :- আসানসোল উত্তর বিধানসভা এলাকায় এক বড় জাতীয় পতাকা নিয়ে মিছিল করল বিজেপি । বিজেপি নেতা বাপি সাহার নেতৃত্বে হলো এই মিছিল ।এই মিছিলে বাপি সহ ছড়া শঙ্কর চৌধুরী , ওম নারায়ন প্রসাদ , কিশোর কুশুহা প্রমূখ উপস্থিত ছিল। শনিবার সন্ধ্যেবেলায় ধাদকার তপসি বাবা মন্দির এর কাছ থেকে মিছিলটি শুরু হয়ে ধাদকা রোড হয়ে রেল পার 3 নম্বর বোরো অফিসের কাছে গিয়ে শেষ হয় ।

Leave a Reply