ASANSOLBengali NewsWest Bengalराजनीति

অসুস্থ কাউন্সিলারকে দেখতে বাড়িতে গেলেন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোলঃ আসানসোল পুরনিগমের ৮৫ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর শিবদাস চট্টোপাধ্যায় বেশ কিছু দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ। চিকিৎসকের পরামর্শ মতো তিনি বাড়িতে রয়েছেন। রবিবার শিবদাসবাবুকে দেখতে আসানসোলের মহিশীলা কলোনির বাড়িতে আসেন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। মেয়র শিবদাসবাবুর শারীরিক অবস্থার খবর নেন। তিনি কাউন্সিলরের বাড়ির লোকেদের সঙ্গেও কথা বলেন। মেয়র শিবদাসবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন। মেয়র বলেন, শিবদাসবাবু চিকিৎসকের পরামর্শ মতো বাড়িতে আছেন।

Leave a Reply