ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19DURGAPURPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

জেলায় করোনা বিস্ফোরণ অব্য়হত,২৪ ঘণ্টায় ১০১ জন করোনা আক্রান্ত

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিম বর্ধমান জেলায় করোনা বিস্ফোরণ অব্য়হত।
স্বাস্থ্য দপ্তরের ১৭ ই আগস্ট প্রকাশিত ১৬ ই আগস্ট পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বর্ধমান জেলায় আবার শতাধিক ১০১ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । আর এর পরেই জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে দাঁড়াল ২৩০২ জন। এদিকে জেলায় ৯০ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে উঠেছেন। জেলাতে মোট সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৫ এবং মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫৯৮। এদিকে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সংখ্যাটা বর্তমানে ১৯ ।

বেঙ্গল মিরর এর পক্ষ থেকে শিল্পাঞ্চল এর সমস্ত নাগরিক কে আবেদন করা হচ্ছে যে আপনারা এই করোনা পরিস্থিতিতে সাবধান এবং সতর্ক থাকুন। করোনাভাইরাস এখন শহরের অলিতে গলিতে পৌঁছে গিয়েছে। তাই কোনভাবেই যাতে অসাবধানতার বশবর্তী যাতে কেউ না হন। নিয়মিতভাবে যাতে সকল নাগরিক মাস্ক ব্যবহার করেন। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুতে থাকুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের সমস্ত নির্দেশিকা যেন সকল নাগরিক সঠিকভাবে পালন করেন।

Leave a Reply