কুলটিতে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফ থেকে জনসচেতনতা এবং মাক্স বিতরণ কর্মসূচি; উপস্থিত বিধায়ক উজ্জল চাটার্জী
বেঙ্গল মিরর, আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত : মঙ্গলবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের কুলটি ব্লকের চিনাকুড়ির সুন্দর চৌকির আশপাশে “স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক বিতরণ” কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের শিক্ষকদের দ্বারা ওই এলাকার মানুষজনকে ব্যাখ্যা করা হয় যে করোনার সময়কাল কীভাবে জীবন যাপন করতে হবে এবং করোনা ভাইরাস থেকে নিজেদের কিভাবে রক্ষা করতে হবে । মাস্ক না পরে রয়েছেন এবং রাস্তায় হাঁটছেন এমন ৩০০ জনকে চিহ্ন মাস্ক বিতরণ করা হয়। এই কর্মসূচিতে কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী উপস্থিত ছিলেন। তিনি ওই কর্মসূচিতে উপস্থিত শিক্ষকদের উৎসাহিত করেন এবং নিজেও অত্যন্ত উৎসাহের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। শিক্ষক সংগঠনের জেলা সভাপতি শ্রী রাজীব মুখোপাধ্যায় এই সামাজিক অনুষ্ঠানের জন্য শিক্ষকদের ধন্যবাদ দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নি:সন্দেহে সমাজ গঠনের কারিগর শিক্ষকদের থেকে করোনা ভাইরাস কে প্রতিহত করতে তাদের এই সচেতনতা কর্মসূচি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।