Bengali NewsGeneralLatestNewsPoliticsWest Bengal

যুবমোর্চার রাজ্য কমিটির ঘোষণা করা হল

বেঙ্গল মিরর , কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত, ৩০ শে আগস্ট : ভারতীয় জনতা পার্টির যুবমোর্চার ( BJYM) পক্ষ থেকে রাজ্যের সাংগঠনিক পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে।বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করেছেন।পদাধিকারীদের মধ্যে যুবমোর্চার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অনুপম হাজরা, তাপস ঘোষ, রাজু সরকার, তরুণজ্যোতি তেওয়ারি, সৌগত পাত্র এবং প্রিয়াঙ্কা তিব্রেওয়াল।যুবমোর্চার জেনারেল সেক্রেটারি হয়েছেন গোবিন্দ রায় এবং প্রকাশ দাস।যুবমোর্চার সেক্রেটারি হয়েছেন বাপ্পা চ্যাটার্জী, যোগেশ সিং, প্রীতম দত্ত, অনুরণন সেনাপতি এবং অনুপ সাহা।যুবমোর্চার ট্রেজারার হয়েছেন শ্রী কৌশিক ঘোষ এবং অফিস সেক্রেটারি হয়েছেন সৃজন মন্ডল।যুব মোর্চার পক্ষ থেকে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেটি নিচে দেওয়া হল :

Leave a Reply