ASANSOLBengali NewsKULTI-BARAKARLatestNewsWest Bengal

লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্মরণসভা

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, সীতারামপুর:

সীতারামপুরের যৌনপল্লী লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রে আজ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াণ উপলক্ষ্যে এক স্মরণসভা পালিত হল ৷

লছিপুর এবং লাগোয়া অঞ্চলের অন্তত ৮০ জন ছাত্রছাত্রী এবং কিছু তাদের মা-অভিভাবকের উপস্থিতিতে স্কুলঘরে এক অনাড়ম্বর পরিবেশে প্রথমে মাল্যদানের মাধ্যমে সভার সূচনা করেন দিশার কর্মকতা দেবু অধিকারী ৷ এরপর এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীতের পর মূল অনুষ্ঠানটি শুরু হয় ৷

ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র তার বক্তব্যে প্রণব মুখার্জীর জীবনের স্মরণীয় মূহুর্তগুলি তুলে ছাত্রছাত্রীদের বলেন,

কীভাবে একজন সামান্য গ্রাম্য ছেলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি তথা রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন ৷

বক্তব্য রাখেন আরও এক কর্মকর্তা রজনী দাশও ৷
স্মরণসভার শেষে প্রত্যেকদিনের মত যথারীতি দিশার গরীব পড়ুয়াদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল ৷

Leave a Reply