ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsDURGAPURLatestPANDESWAR-ANDALPoliticsWest Bengal

তৃণমূল জেলা কমিটিতে ৯০ জনের অধিক পদাধিকারীদের নাম

AITC LOGO
TMC logo

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিম বর্ধমানে তৃণমূল কংগ্রেসের ব্লক- প্রেসিডেন্টদের পর এবার জেলা কমিটির পদাধিকারীদের চূড়ান্ত তালিকা মঞ্জুর করার জন্য রাজ্য কমিটিতে পাঠানো হলো এরকমই সূত্র মারফত খবর রয়েছে।
জেলা কমিটিতে ৯ টি বিধানসভার প্রায় সবকটি থেকেই পদাধিকারী চয়ন করার চেষ্টা করা হয়েছে।

রাজ্যের আসন্ন ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ছোঁয়া নতুন জেলা কমিটির পদাধিকারীদের চয়ন করার ক্ষেত্রেও দেখা গিয়েছে। আর ঠিক এই কারণেই শোনা যাচ্ছে তালিকায়
পদাধিকারীদের সংখ্যাটা ৯০ পেরিয়ে গিয়েছে।
জেলায় ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং সেক্রেটারি পদ মুড়ি – মুড়কির মত বিতরণ করা হয়েছে।
এদিকে জেলায় কোষাধ্যক্ষ একজনই হবেন বলে শোনা যাচ্ছে।

সম্ভাব্য পদাধিকারীদের মধ্যে জামুরিয়া থেকে পূর্ণশশী রায় , অলোক দাস প্রমুখ ; আসানসোল থেকে অভিজিৎ ঘটক, রবিউল ইসলাম, অমর চ্যাটার্জী, মৃত্যুঞ্জয় মুখার্জি, শম্ভু গুপ্ত, গোলাম সরোবর প্রমুখ; কুলটি থেকে অভিজিৎ আচার্য, তাবাসসুম আরা, পাপ্পু সিং, অভিষেক সিং, অমিত তুলসিয়ান প্রমুখ ;
বার্নপুর থেকে পূর্ণেন্দু চৌধুরী, প্রবোধ রায় , উৎপল সেন, মলয় বিট, সোহরাব আলী, বিনোদ যাদব প্রমুখ; জে কে নগর থেকে অভয় উপাধ্যায়, বিনোদ নোনিয়া প্রমুখ; ডামরা থেকে অনুপ চট্টরাজ, সুকুল হেমব্রম প্রমুখ; রানীগঞ্জ থেকে সায়ন্তন মুখার্জি, বাবু রায়, অলোক বোস, হেনা খাতুন প্রমুখ ; অন্ডাল থেকে শশী চৌবে প্রমুখ; দুর্গাপুর থেকে উত্তম মুখার্জী প্রমূখ ব্যক্তি সহ প্রায় ৯০ জনের অধিক পদাধিকারী রয়েছেন।

Leave a Reply