ডেঙ্গু মোকাবিলায় পুর এলাকায় সচেতনতার প্রচারে আরো জোর দেওয়ায় সিদ্ধান্ত
আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে মেয়র জিতেন্দ্র তেওয়ারি ও পুরকমিশনার খুরশিদ আলি কাদরি


বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ সেপ্টেম্বরঃ করোনা ভাইরাসের সঙ্গে চলে এসেছে ডেঙ্গু।

সেই ডেঙ্গুর প্রকোপ আটকাতে পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে সচেতনতার প্রচারে আরো জোর দেওয়া ব্যাপারে সিদ্ধান্ত নিলো আসানসোল পুরনিগম কতৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে এক বৈঠকের পরে একথা জানান আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি।
পুরভবনে মেয়রের চেম্বারে হওয়া এই বৈঠকে আসানসোল পুরনিগমের পুরকমিশনার খুরশিদ আলি কাদরি,
দুই মেয়র পারিষদ ( স্বাস্থ্য ও স্যানিটেশন) দিব্যেন্দু ভগৎ ও লক্ষ্মণ ঠাকুর ছাড়াও ছিলেন স্বাস্থ্য ও স্যানিটেশন দপ্তরের আধিকারিক ও আসানসোল পুরনিগমের সবকটি বোরোর চেয়ারম্যানরা।
সেই বৈঠকে ডেঙ্গুর মোকাবিলায় কি কি করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডেঙ্গু মোকাবিলায় কি করতে হবে সেই ব্যাপারে বোরো চেয়ারম্যান ও স্বাস্থ্য এবং স্যানিটেশন দপ্তরের আধিকারিকদের বেশ কিছু পরামর্শ ও নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকের পরে মেয়র বলেন, বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়।
তিনি আমাদের বেশকিছু পরামর্শ দিয়েছেন।
এদিন সেই সংক্রান্ত একটি বৈঠক করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় আগামী দুমাস সচেতনতার প্রচারে আরো জোর দেওয়া হবে।
বোরো চেয়ারম্যান ও মেয়র পারিষদরা এলাকায় এলাকায় যাবেন। তারা কাজের পর্যালোচনা করবেন।
ডোর টু ডোর গিয়ে সমীক্ষা করতে হবে।
তার রিপোর্ট সময়ে সময়ে জমা দিতে হবে।
মেয়র আরো বলেন, গত বছর মার্চ মাস থেকে আগষ্ট মাস পর্যন্ত আসানসোল পুরনিগম এলাকায় ডেঙ্গুর ৮০ টি কেস ছিলো।
এই বছর এখনো পর্যন্ত মাত্র ১ টা কেস পাওয়া গেছে। এটাই আমরা ধরে রাখতে চাই। গত কয়েক মাসে স্বাস্থ্য ও স্যানিটেশন বিভাগ খুব ভালো কাজ করেছে।
আমার আশা, আগামী দুমাস ধরে সেই কাজের ধারা বজায় রেখে চলতে হবে। আমাদের লক্ষ্য পুর এলাকার বাসিন্দাদের সুস্থ রাখা।