BusinessKULTI-BARAKAR

বরাকরের বিভিন্ন দোকানে কালোবাজারি রুখতে হানা টাস্কফোর্সের

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, বরাকরঃ বাজারদর নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাও বিভিন্ন বাজারে দেখা গিয়েছে মাত্রাছাড়া জিনিসপত্রের দাম। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে একটি টাক্সফোর্স এর গঠন করা হয়। যেখানে যে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে চলেছে সেই নিয়ে বিভিন্ন জায়গায় টাক্সফোর্স এর টিম পরিদর্শন করেন। বুধবার পশ্চিম বর্ধমানের বিভিন্ন হাট-বাজারে টাস্কফোর্সের টিম হানা দেয়।

এদিন কুলটি থানা অন্তর্গত বরাকরে বিভিন্ন দোকানে হানা দেয় বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য। টাস্কফোর্সের টিমের শুভ্রাংশু সীনা রায় বলেন যে দাম বাড়ার দুটি কারণ রয়েছে কোথাও অতিরিক্ত বৃষ্টি কোথাও আবার অনাবৃষ্টি, যে দামটা হওয়া উচিত সেই দামটা অতিরিক্ত না বেড়ে যায় তার জন্য এই মনিটরিং করা হচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন ধরনের ওজনের কাঁটা বাঠখারা নিও অভিযোগ রয়েছে সেই ব্যাপার গুলোও দেখা হচ্ছে।

ফুড সেফটি অ্যাক্ট মানা হচ্ছে কিনা এই সকল জিনিস জনস্বাস্থ্যের জন্য বিশেষ দরকার। তাদের বক্তব্য এক সপ্তাহের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে জানিয়েছেন টাক্সফোর্স এর টিম।

Leave a Reply