KULTI-BARAKARPolitics

মহিলারা TMC ও BJP ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, নিয়ামতপুর: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুর কমিনিউনিটি হলে বুধবার দুপুরে কুলটি মহিলা কংগ্রেসের এক সাংগঠনিক সভা করা হয় । এই সভায় মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেসের সভাপতির রাশু দত্ত , পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের পর্যবেক্ষক সুলতানা য়াষ্মিণ ও ইন্দ্রাণী মিশ্র , তপ্তী মূখার্জী , মিনা তুরী , মালা মন্ডল সহ অনেকে ।

আজকের সাংগঠনিক সভার আগে কুলটির প্রায় 18জন মহিলা পরিবার বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছেড়ে রাজ্য সভাপতি রাশু দত্তের হাত ধরে মহিলা কংগ্রেসে যোগদান করলেন । মহিলা কংগ্রেসে যোগদান করলেন খুশবু রায় , মীরা রায় , ঝর্ণা দাস , মিনা দেবী , কল্পনা দেবী সহ অনেকে ॥

Leave a Reply