BARABANI-SALANPUR-CHITTARANJANNewsPolitics

কেন্দ্র সরকারের বিরুদ্ধে সালানপুর ব্লক তৃণমূলের প্রতিবাদ মিছিল

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর:

কেন্দ্র সরকারের তোষণ নীতি ও রাজ্যে সরকারের প্রতি বঞ্চনা,
জি.এস.টি এবং আমফানের বকেয়া ৫৪হাজার কোটি টাকা না দেবার প্রতিবাদে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।
বুধবার দিন রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয় থেকে শুরু করে ডাবরমোড় পর্যন্ত পাঁয়ে হেঁটে এই প্রতিবাদ মিছিলটি করা হয়।


এই প্রসঙ্গে জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান বলেন
কেন্দ্র সরকারের প্রতিনিয়ত পেট্রোল,ডিজেল,জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি তাছাড়া এই করোনা মহামারীতে রাজ্য সরকারকে বঞ্চনা করা হচ্ছে এবং জি.এস.টি এবং আমফানের বকেয়া ৫৪ হাজার কোটি টাকা না দেবার প্রতিবাদে জেলা ও বারাবনি বিধায়কের নির্দেশে একটি প্রতিবাদ মিছিল করা হয়।প্রতি নিয়ত মোদি সরকার সাধারণ মানুষের শোষণ করে চলেছে। এই মোদি সরকার জাতি রাজনীতি ছাড়া কিছু করে না,সাধারণ মানুষ তাদের এই রাজনীতি ধরে ফেলেছে তাই সময়মত সাধারণ মানুষ তাদের জবাব দিবে।


এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,রানু রায়,কল্যাণী রক্ষিত, সুলেখা দাস,দীনেশ লাল শ্রীবাস্তব,রঞ্জন দত্ত,অরূপ রক্ষিত, সুভাষ মহাজন,গৌরাঙ্গ তেওয়ারী সহ সমস্ত নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

Leave a Reply