BARABANI-SALANPUR-CHITTARANJANPolitics

বিজেপির সঙ্গে যোগাযোগ বরদাস্ত করা যাবে না

বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি ও মনোজ শর্মা, বারাবনি :-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত ব্লকে রবিবার অনুষ্ঠিত করা হয়েছে কর্মীসভা।
রবিবার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহের
উপস্থিতিতে অনুষ্ঠিত হয় কর্মীসভা।


তাছাড়া এই কর্মীসভায় পুচড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম নেত্রী জবা মণ্ডল তার দলবল নিয়ে বারাবনি বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এইসভায় বারাবনি ব্লকের প্রতিটি পঞ্চায়েতের কর্মী,সদস্য ও নেতৃত্বে দের নিয়ে সাংগঠনিক আলোচনা করা হয় নির্দেশ দেওয়া হয় বুথ স্তরে একটি করে কমিটি গঠনের।


এই কর্মীসভায় বারাবনি বিধায়ক প্রধান,উপপ্রধান ও আঞ্চলিক নেতৃত্বেদের খোলামেলা বার্তাদেন
চেয়ারে বসে থেকে রাজনীতি করা চলবে না সর্বদায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যেতে হবে,তাছাড়া তিনি বলেন সংগঠন আরো শক্তিশালী করতে হলে সংগঠনকে নিয়ে চলতে হবে,এই দলে একটাই নেতা বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ওনার কথা মতো প্রতিটি উন্নয়নমূলক কাজকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তাছাড়া সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে আগত নেত্রী জবা মন্ডল কে আমি তৃণমূল কংগ্রেসে সুস্বাগতম জানায় তার যোগদানে পুচড়ায় আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে।


এই কর্মীসভায় বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ কর্মীদের বার্তাদেন সামনে নির্বাচন তাই বসে থাকলে হবে না,সবাই মিলে একত্রিত হয়ে বিপুল সংখ্যক ভোটে বারাবনি থেকে বিধান উপাধ্যায়কে জয়লাভ করাতে হবে, কারন যে হারে বিধান উপাধ্যায় বারাবনি অঞ্চলে উন্নয়নের কাজ করেছেন তা অতুলনীয়, তিনি আরো বলেন রাতের অন্ধকারে আমাদের কিছু কর্মীরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তা আর বরদাস্ত করা যাবে না,এরপর আমাদের নজরে পড়লে তাকে দল থেকে বহিষ্কৃত করা হবে,তিনি যুব সমাজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারাবনি অঞ্চলের প্রতিটি উন্নয়ন মূলক কাজকে প্রচার করার নির্দেশ দেন।


এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুচড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ সারথি মুখার্জী,পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনরঞ্জন ব্যানার্জী সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রধান,উপপ্রধান,সদস্য, কর্মী ও নেতৃবৃন্দ।

Leave a Reply