ASANSOLBengali NewsFEATUREDKULTI-BARAKARWest Bengal

লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রের পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে চলেছে Help For Sitarampur

আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে প্রবাসী ভারতীয়দের অনলাইন গ্রুপ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, সীতারামপুর: করোনার মারণ থাবায় যখন আসন্ন দুর্গাপুজোর উৎসব সেরকম জমে উঠছে না তখন সীতারামপুরের লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রের পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে চলেছে আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে প্রবাসী ভারতীয়দের Help For Sitarampur নামে অনলাইন গ্রুপটি ৷

এই কেন্দ্রের পড়ুয়াসহ প্রায় একশো দশজন বাচ্চাকে জামা প্যান্ট সালোয়ার সেট এবং জুতো দেবে এই প্রবাসী ভারতীয়রা ৷ আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে প্রবাসী ভারতীয়দের Help For Sitarampur নামে অনলাইন গ্রুপটি ৷

এইসূত্রে কয়েকদিন আগে আসানসোলের জামাকাপড়ের দোকান বি এন ঘাঁটির টেলার মাষ্টাররা ছেলেমেয়েদের জামা সালোয়ার কামিজের মাপ নিয়ে গেছেন
৷ আজ পড়ুয়াদের জুতোর মাপ বিষয়ে নির্দেশ দিতে প্রসিদ্ধ জুতোর দোকান পাদুকালয়ের মালিক বরুণ দাঁ নিজে এসেছিলেন ৷


ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স শহর থেকে প্রবাসী ভারতীয় এবং জন্মসুত্রে বারাবনির বাসিন্দা পল উপাধ্যায় জানালেন, Help For Sitarampur এর প্রবাসী ভারতীয় সদস্য অশোক মোতায়েদ ( Asok Motayed) ইতিমধ্যে এজন্য এক লাখ দান অনুদান দিয়েছেন ৷


ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র উক্ত টাকার প্রাপ্তি স্বীকার করে বলেন, অশোক মোতায়েদ, সমীর নন্দী, প্রদীপ মুখার্জী বা তরুণ রায়ের মত প্রবাসীরা চান সব বাচ্চারা যেন ভাল মানের পুজোর জামা এবং জুতো পায় ৷ আমরা এই পুরো টাকাটাই এই উদ্দেশ্যে ব্যয় করব ৷


আজ দেখা গেল দিশা জনকল্যাণ কেন্দ্রে ছেলেমেয়েদের খুশীর কলরব ৷ বিন্দিয়া, পুনম, সুমন, রোহিত, কিরণ, মুশকানরা নতুন জামাকাপড় এবং জুতো পাবে বলে এখন থেকেই পুজোর আনন্দে মেতে উঠেছে ৷


প্রসঙ্গত উল্লেখ্য, প্রবাসী ভারতীয়রা লছিপুরের যৌনপল্লী এবং সংলগ্ন বস্তির দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য গত একমাস ব্যাপী প্রতিদিন মধ্যাহ্নভোজনের জন্য নিয়মিত অর্থ সাহায্য করে যাচ্ছেন ৷

Leave a Reply