Bengali NewsNationalPolitics

রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক, দোলা সহ ৮ সাংসদ

হরিবংশের বিরুদ্ধে আনা ১২ টি দলের অনাস্থা প্রস্তাব খারিজ

বেঙ্গল মিরর, কলকাতা সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক ও ব্রায়েন , দোলা সেন সহ বিরোধী দলের ৮ সাংসদ হরিবংশের বিরুদ্ধে আনা ১২ টি দলের অনাস্থা প্রস্তাব খারিজ। রবিবার রাজ্যসভায় কৃষিবিল নিয়ে আলোচনার সময় ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সঙ্গে দুর্ব্যবহারের জেরে বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড হলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেন। এছাড়া এই দুই সংসদের সঙ্গে সাতদিনের জন্য সাসপেন্ড হয়েছেন আপের সঞ্জয় সিং, রাজু শতাভ, কে কে রাগেশ, রিপুন বোরা, সৈয়দ নাজির হোসেন এবং এলামারান করিম।

সোমবার অধিবেশনের শুরু হবার সময়ই চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু এই সিদ্ধান্ত জানান। তিনি একইসঙ্গে হরিবংশের বিরুদ্ধে আনা ১২ টি দলের অনাস্থা প্রস্তাবও পত্রপাঠ খারিজ করে দিয়েছেন এই ভিত্তিতে যে প্রস্তাবটি ঠিকমতো লেখা হয়নি। বেঙ্কাইয়া নাইডু বলেন, ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সঙ্গে এই সাংসদরা ন্যক্কারজনক ব্যবহার করেন যেখানে রুল বই ছুঁড়ে মারার অভিযোগ রয়েছে।

বস্তুত উল্লেখ্য, রবিবার ধ্বনিভোটে ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে তিনটির মধ্যে দুটি কৃষিবিল। বাকি বিলটি এদিন পেশ করা হবে।

Leave a Reply