ASANSOLASANSOL-BURNPURBengali News

রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ত্রাণ বিলি

রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ত্রাণ বিলি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : মঙ্গলবার আসানসোল রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বার্নপুরের ভারতী ভবন প্রাঙ্গণে দুস্থ পুল-কার (স্কুল) চালকদের জন্য কোভিড -১৯ রিলিফ পর্ব ২ এর ৪ র্থ ত্রাণ দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সমাত্মানন্দ জী মহারাজ,আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
মোট ৬০ টি মতো রেশন কিট বিতরণ করা হয়। প্রতিটি রেশন কিট আটা -৫ কেজি, ডাল – ১ কেজি, সয়া-বিন বড়ি -১.২ কেজি, স্নানের সাবান -২ টি, ডিটারজেন্ট ১ কেজি, বোর্ন-ভিটা ২২৫ গ্রাম, ফেস-মাস্ক ২ টি দিয়ে তৈরি ছিল।

Leave a Reply