ASANSOLKULTI-BARAKARPoliticsWest Bengal

MIM ছেড়ে 200 জন তৃণমূলে যোগদান

MIM ছেড়ে 200 জন তৃণমূলে যোগদান

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, সীতারামপুর ঃ  MIM ছেড়ে 200 জন তৃণমূলে যোগদান কুলটি বিধানসভা সাঁকতড়িয়া তৃণমূলে কংগ্রেস কার্যালয়ে বুধবার সকালে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্য্য ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসে সহ সভাপতি তথা এলাকার কাউনসিলর বাপ্পা আচার্যের হাত ধরে প্রায় 200জন MIM পার্টির সমর্থক পুনরায় তৃণমূলে যোগদান করলেন । এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর ঘোষণা করা হয় ॥ অতীতে এরা সবাই তৃণমূল কংগ্রেসে ছিল কিন্ত পার্টির ভুল নেতৃত্বের জন্য সবাই তৃণমূল কংগ্রেস ছেড়ে MIM পার্টিতে চলে যায় । নতুন ব্লক সভাপতি বিমান আচার্য্য কে দায়িত্ব দেওয়া এবং এলাকার কাউনসিলর বাপ্পা আচার্য্যর কাজের উন্নয়নকে দেখে পুনরায় তৃণমূলে যোগদান করলেন বললেন MIM ছেড়ে আসা মোহম্মদ আমজাদ ও মোহম্মদ আযাদ ॥

Leave a Reply