ASANSOL-BURNPURBengali News

নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, চাঞ্চল্য বার্নপুরে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৩ ফেব্রুয়ারিঃ আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের ৮ নম্বর বস্তির গ্রীন ভ্যালি এলাকায় নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।


জানা যায়, ৮ নম্বর বস্তির গ্রীন ভ্যালি এলাকায় মানিক চন্দ্র মাজি পেশায় বার্নপুর ইস্কো কারখানার কর্মী। বাড়িতে মানিক বাবু একাই থাকেন। বাড়ির অন্য সদস্যরা অন্যত্র থাকেন। স্থানীয় বাসিন্দাদের বলেন, মানিক চন্দ্র মাজি মানসিক ভারসাম্যহীন।

প্রায় দিন তিনি প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এদিন দুপুরে তিনি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেন। প্রতিবেশীরা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে তার বাড়ির লোকজনদের খবর দেন। একইসঙ্গে তারা হিরাপুর থানা ও দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। দমকলের একটি ইঞ্জিন এলাকায় পৌঁছায়। দমকলকর্মীরা বেশ কিছুক্ষুনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, এই ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয় নি।

Leave a Reply