ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে শহীদ ভগৎ সিং এর মূর্তি উন্মোচন করলেন মহানাগরিক।

বেঙ্গল মিরর, আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত : শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আসানসোল কর্পোরেশন এবং গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির যৌথ উদ্যোগে একটি মূর্তির উদ্বোধন করা আসানসোলের কাছেই রানিগঞ্জে। রানীগঞ্জ পাঞ্জাবীমোড় ওই মুহূর্তের উদ্বোধন করলেন আসানসোল কর্পোরেশনের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে অবস্থিত ভগৎ সিংয়ের মূর্তি উদ্বোধনে আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও ছিলেন মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ, আসানসোল কর্পোরেশনের লিগ্যাল এডভাইজার এবং তৃণমূল লিগাল সেলের চেয়ারম্যান সায়ন্তন মুখার্জি, এছাড়া কাঞ্চন তেওয়ারি এবং কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলররা, সদ্য তৃণমূল নেতা ও সমাজসেবী বুম্বা মুখার্জি প্রমুখ। প্রত্যেকেই তারা মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন।
এরই সঙ্গে রানীগঞ্জ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির চেয়ারম্যান সর্দার ইন্দর সিং এর নেতৃত্বে ভগৎ সিং এর নব উন্মোচিত মূর্তিতে শ্রদ্ধা জানানো হয় এবং রানীগঞ্জ গুরুদ্বারার সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন।
মেয়র জিতেন্দ্র তিওয়ারি আজকের দিনে শিখ সম্প্রদায়ের প্রত্যেককেই শুভেচ্ছা জানান এবং কল্যান কামনা করেন।

Leave a Reply