ASANSOL

সিপিএম নেতা অনিল ভগতের স্মরণ সভা

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোল পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর অনিল ভগত প্রযাত হয়েছেন। ওনার স্মরণ সভা আয়োজন করা হল। সভায় বক্তারা বলেন অনিল ভগত ৯০ এর দশকের প্রথম দিকে ডিওআইএফআই এর শাখা সদস্য হিসেবে ১৭ নম্বর ওয়ার্ডের য়ুনিটে আসে।১৯৯৯-২০০৪ পর্যন্ত কাউন্সিলর ছিলেন। উনি এলাকার উন্নয়নমুলক অনেক কাজ করেন। সিপিএম পার্টির প্রতি তার আকর্ষণ ছিল বহুদিন । শারীরিক অসুস্থতার কারণে তিনি গত ১৩ই আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে যান।

Leave a Reply