LatestNationalNews

Breaking News : Babari Masjid মামলায় সব অভিযুক্ত বেকসুর খালাস

News Editor : সৌরদীপ্ত সেনগুপ্ত

বেঙ্গল মিরর, সেন্ট্রাল ডেস্ক :২৮ বছরের অপেক্ষার অবসান, আজই বাবরি মসজিদ ধ্বংসের রায় আদালতের।
বাবরি মসজিদ মামলায় সবাই মুক্ত হলেন।
লখনউয়ের বিশেষ আদালতে ২৪ বছরের পুরনো এই মামলার রায় ছিল বুধবার। আর সেই রায়ে বেকসুর খালাস পেলেন বিজেপি নেতৃত্ব লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী ও উমা ভারতী সহ ৩২ জন। যদিও এই তিনজন এদিন আদালতে উপস্থিত ছিলেন না। ভিডিও লিংকের মাধ্যমে তাঁরা যোগ দেন।

অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করল আদালত। বাবরি মামলায় দু-হাজার ৩০০ পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। বুধবার অভিযুক্ত ৩২ জনই হাজির রয়েছেন। ভিডিয়ো কনফারেন্সে হাজিরা উমা ভারতীর, রয়েছেন আডবাণী, মুরলীও। আদালতে উপস্থিত বিনয় কাটিয়ার, চম্পত রাই, জয় ভগবান গোয়েল-সহ মোট ২৬ জন।

বিচারক বলেন ,
বাবরি ধ্বংস পূর্বপরিকল্পিত নয়। এটি আচমকা একটি ঘটনা। অভিযুক্ত নেতারা ভিড়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন।
ফটোগ্রাফিক এভিডেন্স আদালত গ্রাহ্য প্রমাণ নয়।
বাবরি ধ্বংসের মামলায় বেকসুর আডবাণী-সহ সকলেই।

অভিযোগ ছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের নেপথ্যে প্ররোচনা দিয়েছিলেন বিজেপি নেতা আডবাণী, যোশী, উমা ভারতী-সহ অন্যরা।মূলত তাঁদের প্ররোচনাতেই সেদিন মসজিদে তাণ্ডব চালায় করসেবকরা, এমনই অভিযোগ ওঠে। যদিও পরবর্তী সময়ে একাধিকবার বাবরি মসজিদ ধ্বংসে তাঁদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীরা।

গত ১ সেপ্টেম্বর বাবরি-ধ্বংস মামলার শুনানি শেষ হয় সিবিআই বিশেষ আদালতে। বাবরি মামলায় ৩৫১ জনকে সাক্ষী হিসেবে তুলে ধরে সিবিআই। মসজিদ ধ্বংসে প্রাথমিকভাবে অভিযুক্ত ৪৮ জনের মধ্যে ১৬ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। সেই কারণেই বুধবার মামলার রায়দানে ৩২ জনকে আদালতে সশরীরে হাজির থাকতে নির্দেশ দিয়েছিলেন বিচারক।

আদবাণী, ঊমা ভারতী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, নৃত্যগোপাল দাস, চম্পত রাই, সাধ্বী ঋতম্ভরা, সাক্ষী মহারাজ অভিযুক্ত নন।

Leave a Reply