BARABANI-SALANPUR-CHITTARANJANPolitics

পাঁচগাছিয়ায় তৃণমূল কংগ্রেস একটি ট্যাবলোর উদ্বোধন

বেঙ্গল মিরর, বারাবনি, রিকি বাল্মিকী :- সোমবার বারাবনি বিধানসভার অন্তর্গত তফসিলি জাতির সুবিধার্থে,তাদের সুবিধা অসুবিধার কথা জানার জন্য একটি ট্যাবলোর উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেস যুব নেতা মুকুল উপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা বিভিন্ন প্রকল্পের প্রচার অভিযান চালানো হবে ট্যাবলোর মাধ্যমে। তাছাড়া মানুষের বর্তমান সময়ে সুবিধা অসুবিধার কথা জানার জন্য তপশিল গ্রাম গুলিতে প্রতি দিন পৌঁছাবে এই গাড়ি।

বারাবনি বিধানসভা অঞ্চলের প্রায় ৫০ টির বেশি গ্রামে চলবে এই প্রচার অভিযান।এই প্রচার অভিযানের আজ প্রথম দিন।

বিধায়কের অসুস্থতার কারণে এই কর্মসূচির সুভারম্ভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা মুকুল উপাধ্যায়।

তাছাড়া এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্চন ব্যানার্জী এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ আরো অনেকে।

Leave a Reply