KULTI-BARAKAR

শিশু স্বাস্থ্যদিবসে ফল বিতরণ দিশা জনকল্যাণ কেন্দ্রে

হেল্প ফর সীতারামপুর’ এর পক্ষ থেকে

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, সীতারামপুর: আজ বিশ্ব শিশু স্বাস্থ্যদিবস ৷ সারা বিশ্বে প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবারটি শিশুদের স্বাস্থ্য এবং তাদের সুস্থতার উন্নতিকল্পে এই দিনটি পালন করা হয়ে থাকে ৷


সীতারামপুরের লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রেও এই উপলক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অন্তত আশিজন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে কলা এবং আপেল প্রদান করা হল প্রবাসী ভারতীয়দের গ্রুপ ‘হেল্প ফর সীতারামপুর’ এর পক্ষ থেকে ৷


উল্লেখ্য গত দুই মাস ধরে প্রতিদিন লছিপুরসহ সংলগ্ন এই অঞ্চলে এইসব প্রায় একশো জন চরম অবহেলিত বাচ্চাদের পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত কমিউনিটি কিচেন চালাচ্ছে আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের ফেয়ারফ্যাক্স শহরের এই প্রবাসীরা ৷


আসানসোলের ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র জানালেন, আমাদের দেশে প্রতিবছর শুধুমাত্র অপুষ্টির কারণেই অনুর্দ্ধ পাঁচবছরের নিচে ৬৯% শিশুর অকাল মৃত্যু ঘটে ৷ করোনাজনিত কারণে সীতারামপুরের এই অঞ্চলে অনেক মানুষেরই রোজগার প্রায় শূন্য ৷ সেই দিকে তাকিয়ে আমরা এই বিশেষ দিনটিতে অন্তত শিশুদের মুখে আরও একটু হাসি ফোটালাম ৷
হেল্প ফর সীতারামপুরের অন্যতম সদস্য আসানসোল পাঁচগেছিয়ার আদি বাসিন্দা পল উপাধ্যায় আমেরিকা থেকে ফোনে বলেন, আজকের শিশু আগামীর পিতা। আজকের শিশুরাই আগামীতে দেশ ও জাতি গঠনে সহায়তা করবে। তারা সুস্থ থাকলে সুস্থ জাতি হবে। এ জন্য আমাদের ইচ্ছা ছিল এই লছিপুরের মত প্রান্তিক এই জায়গায় বিশ্ব শিশু স্বাস্থ্য দিবস পালন করা ৷
সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে দিশার কর্মকর্তা দেবু অধিকারী উপস্থিত পড়ুয়া এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এই মুহূর্তে যেমন পুষ্টিকর খাবারের যেমন প্রয়োজন তেমনি সর্বক্ষণ মাস্ক পরিধান এবং হাত-পা সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাও অত্যন্ত দরকার ৷

Leave a Reply