BARABANI-SALANPUR-CHITTARANJAN

পানুড়িয়াতে উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ

৯১ টি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর মধ্যে

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, বারাবনি :-

বারাবনি ব্লকের পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতে আজ ৯১ টি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর মধ্যে উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা প্রদান করা হয়।


প্রতিটি গোষ্ঠীকে ৫০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়। মহিলাদের হাতে হাঁসের বাচ্চা গুলি তুলেদেন জেলা পরিষদ সদস্য অসিত সিংহ,পানুড়িয়া পঞ্চায়েত প্রধান রাজেশ হাঁসদা এবং উপপ্রধান বিশ্বজিৎ সিংহ।

হাঁসের বাচ্চা বিতরণ


এই প্রসঙ্গে পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ জানান
এই পঞ্চায়েতে অন্তর্গত ১৭০টি স্বনির্ভর গোষ্ঠী থাকলেও আজকে ৯১টি গোষ্ঠীকে ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা দেওয়া হলো।


এই প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য অসিত সিংহ বলেন,রাজ্য সরকার পুরুষদের পাশাপাশি মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছেন।

এর ফলে মহিলারা হাঁসের মাংস ও ডিম বিক্রি করে নিজেরা স্বনির্ভর হতে পারবেন।

Leave a Reply